বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

মুসলিমদের জড়িত করুন ভারতীয়ত্বের সঙ্গে : ইমাম ইলিয়াসী

প্রতিদিন ডেস্ক

নিখিল ভারত ইমাম সংগঠন (অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন)-এর প্রধান ইমাম ড. উমর আহমেদ ইলিয়াসী বলেছেন, মুসলমানদের কাছে সবসময় প্রথম গুরুত্ব ভারতের, ধর্মীয় পরিচয় পরে। ড. ইলিয়াসী সিএনএন-নিউজ এইটিনের আনন্দ নরসিমহার সঙ্গে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। ভারতে মুসলমানরা কি নিরাপদ? প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ভারতের প্রধান ইমাম, আমি মুসলমানদের ইমাম নই। আমেরিকায় কেউ যদি বলে আমি ‘আমেরিকান মুসলিম’ তখন মানুষ রেগে যায়। দুনিয়ার কোথাও প্রশ্ন ওঠে না ধর্মীয় পরিচয় নিয়ে। প্রশ্ন ওঠে : ‘তুমি কোন দেশ থেকে এলে?’ তাই বলি, ধর্মের সঙ্গে আমাদের জড়াবেন না। আমাদের জড়িত করুন ভারতীয়ত্বের সঙ্গে। ভারতীয় হতে পেরে আমরা গর্বিত।

আনন্দ নরসিমহা বলেন, হিন্দু আর মুসলমানের অধিকার চিন্তা থেকেই দেশভাগ হয়েছে। আজতক সেই বিভাজন চলছে ভারতের কয়েকটি রাজ্যে। অনেক দেশ তাদের স্বার্থ হাসিলের জন্য এই অবস্থাকে ভারতের বিরুদ্ধে ব্যবহারও করছে। ইমাম ইলিয়াসী বলেন, ‘আপনার চ্যানেলের মাধ্যমে আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই যে, ভারত সর্বকালে বিশ্ব গুরুর ভূমিকায় রয়েছে। এই দেশ অন্যদের আশ্রয় দিয়েছে, দিয়েছে সহায়তা। ভারত কোনো দেশকে দখল করে নেয়নি। কোনো দেশে আক্রমণও চালায়নি। এটাই হচ্ছে ভারতের মর্যাদাপূর্ণ পরিচয়।’

প্রশ্ন : অন্যান্য দেশের চাইতে ভারতে কি মুসলমানরা বেশি নিরাপদ?

ইলিয়াসী : অবশ্যই। বেশি দূরে তাকানোর দরকার নেই। আমাদের পড়শি দেশ চীনের অবস্থা কী! সেখানে মুসলমানদের রোজা পালনে বাধা। পছন্দ মতো নাম রাখা, ধর্মচর্চা করা বা অবাধ যাতায়াতের স্বাধীনতা নেই তাদের। ভারতে যে যার মতো ধর্মচর্চা করছে। বৈচিত্র্যের মধ্যে আমরা ঐক্যবদ্ধ! এখানকার মুসলমানদের কাছে ‘সবার উপরে আমার দেশ।’

সর্বশেষ খবর