রবিবার, ২৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

চীনে তাইওয়ানি আনারস নিষিদ্ধ ঘোষণা করায় আইপিএসি উদ্বিগ্ন

প্রতিদিন ডেস্ক

চীন তার ভূখন্ডে তাইওয়ানি আনারস নিষিদ্ধ ঘোষণা করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না (আইপিএসি)। বিভিন্ন দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত আইপিএসি বলেছে, বেইজিং দিন দিন তাইপের ওপর চাপ সৃষ্টির মাত্রা যে বাড়িয়ে চলেছে, এই নিষেধাজ্ঞা তার অন্যতম প্রমাণ।

বার্তা সংস্থা এএনআই জানায়, আইপিএসি সম্প্রতি এক ভিডিও সম্মেলনে মিলিত হয়ে বলেছে, যে অজুহাতে ফলটির আমদানি নিষিদ্ধ করেছে তার কোনো ভিত্তিই নেই। সম্মেলনে অংশ নিয়ে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী যোশেফ উ তার দেশে উৎপাদিত একটি আনারস দেখিয়ে বলেন, তাইওয়ানি আনারস হলো নিখুঁত মানসম্পন্ন ফল। ‘তাইওয়ানের আনারসে ক্ষতিকর পোকা আছে। তাই এ আনারস আমদানি করা যাবে না’ বলে ঘোষণা দেয় চীন। তাইওয়ান বলেছে, এটা ‘অবন্ধুসুলভ’ আচরণ। তাইওয়ান বছরে ৪ লাখ ২০ হাজার টন আনারস উৎপাদন করে। এর মধ্যে গত বছর পর্যন্ত চীনে রপ্তানি করা হয়েছে ৬২০০ ব্যাচ আনারস, যার মধ্যে ১৩টি ব্যাচের আনারসে (ওজন ১৪১ টন) ত্রুটি পাওয়া গিয়েছিল। এর মানে মানসম্পন্ন হওয়ার হার শতকরা ৯৯ দশমিক ৭৯ ভাগ।

সর্বশেষ খবর