বুধবার, ৩১ মার্চ, ২০২১ ০০:০০ টা

সুয়েজে জাহাজ চলাচল স্বাভাবিক

সুয়েজ খালে আটকে পড়া মালবাহী জাহাজ মুক্ত করা সম্ভব হয়েছে। সেটিকে পুনরায় ভাসিয়ে দেওয়া হয়েছে। ফলে প্রায় এক সপ্তাহ আটকে থাকার পর মিসরের সুয়েজ খাল দিয়ে আবার নৌযান চলাচল শুরু হয়েছে। খালটিতে বিশাল আকারের পণ্যবাহী জাহাজ এভার গিভেন আড়াআড়িভাবে আটকে থাকায় থমকে ছিল দু’পাশের শত শত জাহাজ। জাহাজটি সরানোর পর আবারও স্বাভাবিক হয়েছে পৃথিবীর ব্যস্ততম কৃত্তিম এই জলপথটি। পণ্য পরিবহন বিষয়ক জার্নাল লয়েড’স লিস্টে বলা হয়েছে, মালবাহী জাহাজ ‘এভার গিভেন’ আটকে যাওয়ায় প্রতি ঘণ্টায় ৪০ কোটি ডলার করে ক্ষতি হতে থাকে। 

সর্বশেষ খবর