শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

হংকংয়ে সাত গণতন্ত্রপন্থি দোষী সাব্যস্ত

হংকংয়ে তারা যথেষ্ট জনপ্রিয়। এদের সংখ্যা সাত। তারা গণতান্ত্রিক নেতা হিসেবেও পরিচিত। এই নেতাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশের আয়োজন করার অভিযোগ আনা হয়েছে একটি আদালতে। এর মধ্যে মিডিয়া টাইকুন জিমি লাই আছেন। তেমনই আছেন, হংকংয়ে ‘ফাদার অব ডেমোক্রেসি’ বলে পরিচিত ৮২ বছরের ব্যারিস্টার মার্টিন লি। আরেক ব্যারিস্টার মার্গারেট এবং অধিকাররক্ষা কর্মী লি ইয়ান, লিউং হাং, সিড হোকেও দোষী সাব্যস্ত করেছে আদালত। আরও দুই গণতন্ত্রপন্থি নেতা আগেই নিজেদের দোষ স্বীকার করেছিলেন। এই রায়ের পর ৬৪ বছর বয়সী লি ইয়ান বলেছেন, ‘আমরা লড়াই চালিয়ে যাব।’ ২০১৯ সালের ১৮ অগাস্ট গণতন্ত্রপন্থিরা বিশাল প্রতিবাদ মিছিল করেছিলেন। প্রায় ১৭ লাখ মানুষ সেই প্রতিবাদে অংশ নিয়েছিলেন। মিডিয়া টাইকুন জিমি লাইকে গতবছর আগস্টে গ্রেফতার করা হয়।

তার অ্যাপল ডেইলি ট্যাবলয়েডের অফিসে প্রায় ২০০ পুলিশ যায়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করছেন। সম্প্রতি হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন চালু হয়েছে। ২০২০-র জুনে হংকংয়ের আইনসভার চীনপন্থি সদস্যরা এই আইন পাস করেন। অভিযোগ, যাবতীয় বিরোধিতা বন্ধ করার জন্য এই আইন চালু করা হয়েছে। জিমি লাইয়ের বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করা হয়েছে। পরে এদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর