শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

তৃতীয় লকডাউনে কঠোর ফ্রান্স

তৃতীয় লকডাউনে কঠোর ফ্রান্স

ফ্রান্সের করোনা পরিস্থিতিকে ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি এপ্রিল মাসকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। ম্যাক্রোঁ বলেন, এটি একদিকে ভ্যাকসিন দেওয়া ও অন্যদিকে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের প্রতিযোগিতা। ফ্রান্সে মার্চের শুরুর দিকে বেশ কিছু অঞ্চলে করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরোপিত হয়েছিল। এপ্রিল থেকে তা বর্ধিত করে পুরো দেশব্যাপী কার্যকর করা হলো। তৃতীয় লকডাউনের আওতায় ফ্রান্সের সব স্কুল তিন সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ খবর