শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের ব্যয় বহন করবে ধনীরা : বাইডেন

যুক্তরাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়নের জন্য দুই ট্রিলিয়ন ডলার ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ঠিক করেছেন, বিপুল পরিমাণ এই অর্থের বন্দোবস্ত করা হবে দেশের ধনীদের উপর কর বৃদ্ধি করে। এই অর্থ ব্যয় করে আগামী ৮ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের চেহারা পাল্টে দেবেন তিনি। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের এই উন্নয়নের জন্য সাধারণ মানুষের উপর কোনো বাড়তি কর চাপানো হবে না। যাদের আয় ৪ লাখ ডলার বা তার বেশি, তাদের করের হার ২১ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হবে। বাইডেনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি উল্টো ধনীদের উপর থেকে কর কমিয়ে দিয়েছিলেন। বাইডেনের বক্তব্য হলো, তার এই পরিকল্পনাটি হচ্ছে ‘ওয়ানস ইন আ জেনারেশন প্ল্যান।’ এর মানে হচ্ছে, যেসব পরিকল্পনা এক প্রজন্মে একবারই গ্রহণ করা সম্ভব। বাইডেনের পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২০ হাজার মাইল রাস্তার উন্নয়ন করা হবে। হাজার হাজার সেতু সংস্কার করা হবে।

তবে সব থেকে বেশি ব্যয় হবে সরকারি পরিবহণ ব্যবস্থার উন্নয়নে। দেশে প্রচুর ইলেকট্রিক চার্জিং পয়েন্ট তৈরি করা হবে। পানির পাইপ বদল করা হবে এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নতি করা হবে। পাওয়ার গ্রিড আপগ্রেড করে ক্লিন এনার্জি তৈরি করা হবে। হাসপাতাল, স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সংস্কার করা হবে।

সর্বশেষ খবর