শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সুড়ঙ্গে পড়ে গেল ট্রেন, নিহত ৪৮

ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা

সুড়ঙ্গে পড়ে গেল ট্রেন, নিহত ৪৮

সুড়ঙ্গটি সরু হওয়ায় উদ্ধার কাজে বেগ পোহাতে হয় উদ্ধারকারী দলকে -এএফপি

পূর্ব তাইওয়ান এলাকায় সুড়ঙ্গের মধ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ৬৬ জন। দুর্ঘটনার পর প্রায় ১০০ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো প্রায় ২০০ ব্যক্তি আটকা আছেন বলে বিবিসি অনলাইন জানায়। আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে জোর তৎপরতা চলছে। গতকাল স্থানীয় সময় সাড়ে ৯টা নাগাদ তাইওয়ানের উপকূলীয় শহর হুয়ালিয়েন-এ এই দুর্ঘটনা হয়। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন স্থানীয় হাসপাতালগুলোকে জরুরি পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছেন। তাইওয়ানের স্থানীয় সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবি ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের চাকা লাইন থেকে নেমে গিয়েছে। লাইনের ধারে ধাতুর পিলারে আঘাত করেছে। আর সঙ্কীর্ণ সুড়ঙ্গের ভিতর থেকে কোনোক্রমে বেরিয়ে আসছেন মানুষ। ৮টি বগির ট্রেনটি প্রায় ৫০০ জন যাত্রী নিয়ে রাজধানী তাইপে থেকে দক্ষিণ-পূর্বের শহর তাইটুংয়ের উদ্দেশে যাচ্ছিল। কিন্তু টানেলের মুখে যথাযথভাবে পার্কিং না করে রাখা একটি ট্রাকে ধাক্কা খায় ট্রেনটি। এতে ট্রেনটির ৮টি লাইনচ্যুত হয়ে পড়ে। দমকল বিভাগের প্রকাশ করা ছবিতে ট্রেনটির পাশে বিধ্বস্ত হয়ে পড়া ট্রাকটির ধ্বংসাবশেষ দেখা গেছে। ৪০৮ নামের ট্রেনটি দ্রুতগতির এবং নিরাপদ বলে মনে করা হতো। এটির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ১৩০ কিলোমিটার। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে ট্রেনটির চালকও রয়েছেন। উল্লেখ্য, ২০১৮ সালে তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৮ জন নিহত এবং আরও ১৭৫ জন আহত হয়। ওই দুর্ঘটনাকেই এতো দিন গত তিন দশকের মধ্যে তাইওয়ানের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা বলে বিবেচনা করা হয়। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে উদ্ধার হওয়া এক মহিলা তাঁর অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, ‘হঠাৎ বিকট শব্দ করে ট্রেন কোথাও যেন একটা ধাক্কা মারে। আমরা সবাই আসন থেকে ছিটকে পড়ি। বহু মানুষ আহত হয়েছেন। আমরা কোনো রকমে জানালা ভেঙে বেরিয়ে আসি।’ সামনেই তাইওয়ানের বার্ষিক উৎসব টোম্ব সুইপিং ফেস্টিভাল। তার আগে এই দুর্ঘটনায় গোটা দেশে পড়ে শোকের ছায়া।

সর্বশেষ খবর