শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

লোকসভায় কি মুখোমুখি হচ্ছেন মোদি-মমতা

লোকসভায় কি মুখোমুখি হচ্ছেন মোদি-মমতা

ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার কিন্তু আলোচনায় জায়গা পেল ভারতের লোকসভা। সে নির্বাচনের এখনো ঢের বাকি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে যে লড়াই শুরু হয়েছে তা শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনেই গিয়ে ঠেকবে বলে ধারণা করা হচ্ছে। এ ধারণা পাওয়া গেল পরশু পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটের দিন। ওই দিন প্রচারে গিয়ে মমতার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নন্দীগ্রামের ভোট নিয়ে প্রধানমন্ত্রীর আশাবাদ ওই আসনে হারছেন মুখ্যমন্ত্রী মমতা। তাই উলুবেড়িয়ার সভা থেকে তাঁর শ্লেষমিশ্রিত প্রশ্ন ছিল- তাহলে কি অন্য কোনো আসন থেকে ফের লড়াই করবেন তৃণমূলপ্রধান? সঙ্গে সঙ্গে তৃণমূলও এর জবাব দিয়েছে। মমতা ব্যানার্জি নিজেও বলেছেন, ‘নন্দীগ্রামে আমার নিশ্চিত’। তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে জানিয়ে দেওয়া হয় অন্য আর কোনো কেন্দ্র থেকে মমতা ব্যানার্জি লড়বেন না। আর এ টুইটেই কার্যত রয়েছে একটি বার্তা যা থেকে নতুন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কেউ কেউ মনে করছেন ২০২৪-এ দিল্লি দখলের লড়াইয়ে নেমে মমতা সরাসরি নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি বারানসিতে? তৃণমূলের অফিশিয়াল পেজ থেকে করা টুইটের লেখা প্রথমাংশে খুব সরাসরি বলা হয়েছে, ‘দিদি নন্দীগ্রাম থেকে জিতছেনই। তাই অন্য কোনো আসন থেকে তাঁর লড়াইয়ের কোনো প্রশ্নই ওঠে না।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে বরং লিখেছেন, ‘২০২৪-এ নিজের জন্য নিরাপদ একটি আসন খুঁজে নিন। কারণ আপনি বারানসিতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন।’ এখানেই প্রশ্ন- তবে কি ২০২৪-এর লোকসভা নির্বাচনে মোদির বিরুদ্ধে বারানসিতে প্রার্থী হচ্ছেন মমতা ব্যানার্জি?

সর্বশেষ খবর