শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
বিচারকের নির্দেশ

পাকিস্তানে নারী মিছিলে খোদাদ্রোহী কাজ হয়েছে কি না তদন্ত করে দেখ

প্রতিদিন ডেস্ক

নারী দিবস পালনকালে নারীরা যে মিছিল করেন তাতে খোদাদ্রোহী কোনো কাজ কেউ করেছে কি না, তদন্ত করে তা দেখে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন এক বিচারক। পেশোয়ার নগরীর বেশ কয়েকজন আইনজীবী আদালতে অভিযোগ করেন যে, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন পর্যায়ে রাজধানী ইসলামাবাদে যে মিছিল করা হয় তার আয়োজকরা ব্লাসফেমি (খোদাদ্রোহ) করেছেন। মিছিলে উচ্চারিত স্লোগান এবং ব্যানারের লেখাগুলো ছিল ‘অনৈসলামিক ও অশ্লীল’। এতে মহানবী (সা.) ও তাঁর এক স্ত্রীকে অবমাননা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু কথাবার্তা আর আলোকচিত্রের ভিত্তিতে আইনজীবীরা পেশোয়ারের আদালতে দরখাস্ত করেছিলেন। এর আগে মিছিলকারী নারীদের বিরুদ্ধে ব্লাসফেমি আইনে মামলা করার দাবি উঠলে ইসলামাবাদ পুলিশ তা নাকচ করে দিয়ে বলেছে, বানোয়াট ভিডিও আর ছবি এবং ভুয়া পোস্ট দিয়ে ওই অভিযোগ তোলা হয়েছে। পাকিস্তানে খোদাদ্রোহ মৃত্যুদন্ডযোগ্য অপরাধ। তবে এখনো এরকম কঠোর দন্ড কার্যকর করা হয়নি। তাতে কিন্তু উগ্রবাদীদের হাতে সন্দেহভাজন খোদাদ্রোহী খুন হওয়ার ঘটনা থেমে থাকেনি। মিছিল আয়োজক নেত্রীরা এক বিবৃতিতে বলেন, ‘নারীর অধিকার নস্যাৎ করার মতলবে খোদাদ্রোহী স্লোগানের মিথ্যা অভিযোগ তোলা আর ব্যানার সম্পর্কিত কুৎসাচারে লিপ্ত হওয়াটা অপশক্তিগুলোর অভ্যাসে পরিণত হয়েছে।’ এদিকে, পাকিস্তান তালেবান এক বিবৃতিতে নারী মিছিলে অংশগ্রহণকারীদের উপযুক্ত সাজা দেবে বলে হুমকি দিয়েছে। আদালত তদন্তের নির্দেশ দেওয়ায় মিছিলের আয়োজকরা তাদের সুরক্ষা ব্যবস্থার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।

সর্বশেষ খবর