শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মিয়ানমারে ‘গেরিলা আঘাতের’ ডাক

মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদ চলছে। বৃহস্পতিবার রাতভর মোম জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ইন্টারনেটের ওপর সামরিক জান্তার দেওয়া নতুন বিধিনিষেধের মধ্যেই সংগঠিত হওয়ার উপায় বের করার চেষ্টা করছে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের এক নেতা খিন সাদার ফেইসবুকে বলেন, ‘সামনের দিনগুলোতে সড়কে আরও বিক্ষোভ হবে। যত বেশি সম্ভব গেরিলা আঘাত হানুন। আমাদের সঙ্গে যোগ দিন। চলুন ফের রেডিও শুনি, একে অপরকে ফোন করি।’ সেনাশাসনবিরোধী বিক্ষোভ এরই মধ্যে দেশটিতে কম করে হলেও ৫৪৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে জানিয়েছে মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী কর্মসূচিতে হতাহত ও গ্রেফতারের খোঁজখবর রাখা গোষ্ঠী অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স। এদিকে বিভিন্ন শহরের রাস্তায় আন্দোলনকারীরা সামরিক বাহিনীর করা ২০০৮ সালের সংবিধানের কপি পুড়িয়েছে।

সর্বশেষ খবর