শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
ব্রিটিশ গবেষণা

করোনায় রোজা রাখা নিরাপদ

যুক্তরাজ্যে নতুন পরিচালিত এক জরিপে দেখা  গেছে, গত বছর রমজানে রোজা পালন করা মুসলমানদের মধ্যে কভিড-১৯ এ মৃত্যুর হার বাড়েনি। গত বৃহস্পতিবার পিয়ার রিভিউ জার্নাল অব গ্লোবাল হেলথে এই জরিপের ফলাফল প্রকাশ হয়েছে। এতে বলা হয়েছে, রমজান মাস পালন করা ব্রিটিশ মুসলমানরা করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। মহামারীর সময়ে অন্যান্য নৃতাত্ত্বিক গোষ্ঠীর মতো বহু মুসলমান কমিউনিটি নির্বিচারে আক্রান্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমাদের গবেষণায় দেখা গেছে, রমজান সংশ্লিষ্ট আচার আচরণের সঙ্গে কভিড-১৯ এ মৃত্যুর কোনো ক্ষতিকারক প্রভাব নেই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর