শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার আগেই ইঙ্গিত দিয়েছিলেন ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত হওয়া পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফেরাবেন। এবার শোনা যাচ্ছে, বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যাওয়ার কথা রয়েছে ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিদের। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানায়। জানা গেছে, ভিয়েনায় উভয়পক্ষের মাঝে পরোক্ষভাবে এ ব্যাপারে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ইউরোপিয়ান কূটনৈতিক সূত্র দাবি করছে, ওইদিন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একই শহরে অবস্থান করলেও তাদের এক রুমে সাক্ষাৎ হবে না। তবে উভয়ের উপস্থিতিতে পারমাণবিক চুক্তিতে ফিরে আসার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় এই দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে।

সর্বশেষ খবর