সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
মাওবাদী বিরোধী অভিযান

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য নিহত

ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদী-বিরোধী অভিযানে কমপক্ষে ২২ নিরাপত্তা সদস্য নিহত হয়েছে। এ ছাড়া আরও বেশ কয়েকজন নিরাপত্তা সদস্য এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। খবর এনডিটিভির। প্রসঙ্গত, ছত্তিশগড়ে জঙ্গলের ভিতর মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময় হয়। একের পর এক অভিযান চলতেই থাকে। গতকাল দুপুরে বিজাপুরের পুলিশ সুপার কমললোচন কাশ্যপ সংবাদমাধ্যমকে জানান, ‘ছত্তিশগড়ের সুকমা-বিজাপুর সীমান্তে মাওবাদী হামলায় ২২ জন জওয়ান প্রাণ হারিয়েছেন, জখম হয়েছেন ৩১ জন।’ ছত্তিশগড়ের প্রশাসন জানিয়েছে, মাওবাদীদের গুলিতে জখম আধাসেনা জওয়ানদের মধ্যে ২৪ জনের চিকিৎসা চলছে বিজাপুর হাসপাতালে।

বাকি ৭ জনের জখম গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয়েছে রায়পুরের হাসপাতালে। মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে আধাসেনা জওয়ানদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন দুজনেই। পরে টুইটারেও এ নিয়ে শোক প্রকাশ করেন তাঁরা।

সর্বশেষ খবর