মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে উত্তেজনার তৃতীয় দফা ভোট আজ

দীপক দেবনাথ, কলকাতা

পশ্চিমবঙ্গে চলছে আট দফার বিধানসভা নির্বাচন। তা নিয়ে সব দলের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই আজ হবে তৃতীয় দফার ভোট গ্রহণ। এ দফায় দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলির ৩১টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ১৬টি, হাওড়ায় সাতটি ও হুগলিতে আটটি বিধানসভার কেন্দ্র রয়েছে।

রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ইতিমধ্যে দুই দফায় ৬০টি কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। তৃতীয় দফায় যে ৩১টি কেন্দ্রে ভোট নেওয়া হবে সেসব কেন্দ্রের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে রবিবার সন্ধ্যায়। তৃতীয় দফায় প্রতিটি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপি। মূল লড়াইও তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে কিছু আসনে প্রতিপক্ষকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে পারেন বাম-কংগ্রেস-আইএস জোটের প্রার্থীরা। ৩১ আসনের মধ্যে সিপিআইএম ১২টি, কংগ্রেস সাতটি, আইএসএফ ছয়টি, ফরওয়ার্ড ব্লক দুটি এবং আরএসপি একটি আসনে তাদের প্রার্থী দিয়েছে। এ দফায় সবার নজর থাকবে তৃণমূলের গড় বলে পরিচিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আসনের দিকে। কারণ গত বছর মে মাসে করোনার প্রকোপ চলাকালেই ঘূর্ণিঝড় আম্ফানে ব্যাপক ক্ষতির শিকার হয়েছিল এ জেলার বিস্তীর্ণ অঞ্চল। ওই সময় ত্রাণ বণ্টন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি দুর্নীতির অভিযোগও ওঠে। ঘূর্ণিঝড়ে ঘর-বাড়ি হারানো মানুষের মধ্যে তা নিয়ে ক্ষোভের শেষ নেই। এর ওপর সংযুক্ত মোর্চার অন্যতম শরিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) শক্তি বৃদ্ধিও তৃণমূলের একচ্ছত্র আধিপত্যে কিছুটা থাবা বসাতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ  আসামে ১২৬টি বিধানসভার আসনের তৃতীয় ও শেষ দফায় ৪০টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। এছাড়া তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভার কেন্দ্র, কেরালার ১৪০টি বিধানসভার কেন্দ্র ও কেন্দ্রশাসিত রাজ্য পডুচেরিতে ৩০টি আসনে একটিমাত্র দফায় ভোট হবে। সেই সঙ্গে তামিলনাড়ুর কন্যাকুমারী লোকসভা কেন্দ্র এবং কেরালার মালাপ্পুরম লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে আজ।

সর্বশেষ খবর