মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
গণকমিটি নেতার আশাবাদ

ভারতীয় পুঁজি বৃদ্ধিতে ভিয়েতনামের খানহোয়া হবে আরও উন্নত

প্রতিদিন ডেস্ক

ভারতীয় শিল্পপতি ও বণিকরা পুঁজি বিনিয়োগ বাড়িয়ে দিলে ভিয়েতনামের দক্ষিণ-মধ্য অঞ্চলীয় প্রদেশ খানহোয়া আরও উন্নত হবে। এই আশাবাদ ব্যক্ত করেছেন খানহোয়া প্রদেশের গণকমিটির চেয়ারম্যান নগুয়েন তান তুয়ান। বার্তা সংস্থা এএনএন জানায়, ২০২০ সালের ২১ ডিসেম্বর ভারত ও ভিয়েতনামের প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুসারে শান্তি, সমৃদ্ধি ও জনগণ সংক্রান্ত দুই দেশের যৌথ দৃষ্টিভঙ্গি গড়ার উদ্যোগের অংশ হিসেবে গত মার্চ মাসে অনলাইন সম্মেলন হয়েছে। সম্মেলনে অংশ নিয়ে নগুয়েন তান তুয়ান বলেন, দুই দেশ তাদের কল্যাণে পুঁজি বিনিয়োগের প্রসার ঘটানো দরকার। তিনি জানান, পর্যটনসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ দিচ্ছে খানহোয়া প্রদেশ।

ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা সম্মেলনে বলেছেন, ২০২০ সালে ভারতীয়রা ভিয়েতনামে ২৯৪টি প্রকল্পে ৯৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে। প্রধানত ইন্ধনশক্তি, প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান, কৃষিপণ্য প্রক্রিয়াকরণ, কফি, চা ও চিনি উৎপাদন খাতে এসব বিনিয়োগ ঘটেছে। অন্যদিকে, ভিয়েতনামি ব্যবসায়ীরা ভারতে বিনিয়োগ করেছে ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। এসব বিনিয়োগ ঘটেছে প্রধানত ওষুধশিল্প, তথ্য প্রযুক্তি, রসায়ন ও নির্মাণ অবকাঠামো খাতে। খানহোয়া প্রদেশের ভান ফং অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত শিল্প পার্কগুলোর অন্যতম- ‘নিন থুই ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ নানাবিধ ভারী শিল্প গড়ার সুযোগ দিচ্ছে বিদেশিদের। পার্কটির খুব কাছেই সমুদ্র বন্দর। বিনিয়োগকারীদের কাছে এ জন্যই এই পার্ক বেশি আকর্ষণীয়।

সর্বশেষ খবর