মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আন্তর্জাতিক যাতায়াত শুরুর পরিকল্পনা যুক্তরাজ্যের

করোনাভাইরাসের নতুন রোডম্যাপের অংশ হিসেবে দেশটির অর্থনৈতিক কর্মকান্ড ও আন্তর্জাতিক যাতায়াত শুরুর পরিকল্পনাসহ এক গুচ্ছ পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাজ্য সরকার। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের অধিকাংশ দেশ যখন করোনার সংক্রমণ রোধে নতুন করে লকডাউন দিচ্ছে তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আগামী দিনগুলোতে নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবছেন। ধারণা করা হচ্ছে, আগামী ১২ এপ্রিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটির খুচরা পণ্য বিক্রির দোকান, সেবা প্রতিষ্ঠান ও সেলুনগুলো খোলার বিষয়টি নিশ্চিত করবেন।

সর্বশেষ খবর