বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

হেরে গেলে তৃণমূল দলটাই উঠে যাবে : মোদি

হেরে গেলে তৃণমূল দলটাই উঠে যাবে : মোদি

পশ্চিমবঙ্গে গতকাল হয়ে গেল বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। এই ভোট চলাকালীন হাওড়ার জুমুরজলা থেকে মমতা ব্যানার্জির তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্তব্য করেন, হেরে গেলে তৃণমূল দলটাই উঠে যাবে। প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘দুর্নীতপরায়ণ সরকার বাংলাকে দুর্দশা ছাড়া কিছু দেয়নি। দিদি ১০ বছরের রাজত্ব, পৌরসভা, পৌরনিগমগুলো মানুষকে পরিষেবা প্রদানে গুরুত্ব দেয়নি। বিল্ডিং পরিকল্পনা, জল, পার্ক নির্মাণে কাটমানি এবং দুর্নীতিতে প্রাধান্য দিয়েছে।’ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে মোদি বলেন, ‘দিদি বাংলার সঙ্গে যা করেছেন, তা এখন সবার সামনে। তাই বাংলার মানুষকে আজ হুমকি দিতে হচ্ছে দিদিকে।’ দিদি বলেন, ‘দেখে নেব আমরা’। বাংলার মানুষের কাছে আমরা সেবার সুযোগ চাইছি। দিদি বলেন, ‘আমরা দেখে নেব। বিজেপি বলে আমরা সেবা করব।’ বাংলা উচ্চারণ নিয়ে তৃণমূলের তরফে যে কটাক্ষ সইতে হয়েছে, তা নিয়েও মুখ খোলেন মোদি। তিনি বলেন, ‘যেখানেই যাই সেখানকার ভাষা বলার চেষ্টা করি। উচ্চারণে ভুল হয়। কিন্তু সম্মানের সঙ্গেই চেষ্টা করি।

সর্বশেষ খবর