বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

কঙ্গোতে ৩ কোটি মানুষ দুর্ভিক্ষে

কঙ্গোতে ৩ কোটি মানুষ দুর্ভিক্ষে

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে দুর্ভিক্ষে রয়েছে অন্তত প্রায় ৩ কোটি মানুষ। এর মধ্যে ২০ লাখের বেশি শিশু। এক বিবৃতিতে জাতিসংঘের দুটি সংস্থা এ তথ্য জানায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জানান, দেশটিতে দ্রুত খাদ্য, চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রয়োজন। তা হলে ঘটতে পারে চরম বিপর্যয়। এ ছাড়া জেনেভায় এক সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র জানায়, কঙ্গোর পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বের সঙ্গেই কাজ করছে এ সংস্থাটি। এখনই সময় পাশে দাঁড়ানোর। গেল সপ্তাহে সংঘাতে প্রাণ গেছে অন্তত ৮০ জনের। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভের কারণেই এমন পরিস্থিতি বলে মত বিশ্লেষকদের। জাতিসংঘের জরিপ বলছে, গেলো বছর দেশটিতে ১২ হাজারের বেশি মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন তৈরি করা হয়েছে। যা রেকর্ড সংখ্যক। বিবিসির খবরে বলা হয়েছে, জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা এবং খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা কঙ্গোর এ পরিস্থিতি তুলে ধরেছে।

সংস্থা দুটি বলেছে, কঙ্গোতে খাদ্যাভাব প্রকট অবস্থায় পৌঁছেছে। দেশটিতে খাদ্যাভাবে থাকা মানুষের সংখ্যা অন্য যেকোনো দেশের তুলনায় এখন সর্বোচ্চ। জাতিসংঘ বলছে, সংকটের মাত্রা দিনকে দিন বাড়ছে। তবে কঙ্গোকে তার জনগণের ঘরে ঘরে খাদ্য সরবরাহের সক্ষমতা অর্জন করতে হবে। বাড়তি খাদ্যও রপ্তানি করতে পারে দেশটি। কিন্তু সংঘাতের কারণে নিজেদের খাদ্য উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারছে না কঙ্গো। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে সংঘাত চরম আকার নিয়েছে এবং সেখানে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো আর বলছে, সংঘাত বাদে কভিড-১৯ মহামারী ও অর্থনৈতিক মন্দা কঙ্গোর পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য দায়ী। এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে সংস্থাগুলো উল্লেখ করেছে।

সর্বশেষ খবর