বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
সিরিয়া পরিস্থিতি

১৯ জনকে অপহরণ করেছে আইএস

জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ায় তাদের অস্তিত্ব জানান দিয়েছে। দেশটির  মধ্যাঞ্চলের কাছে একটি শহরে কমপক্ষে ১৯ জনকে অপহরণ করেছে। যাদের অধিকাংশই অসামরিক লোকজন বলে সেখানকার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং একটি নজরদারি গোষ্ঠী জানিয়েছে। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটস জানিয়েছে, এই অপহরণের ঘটনাটি ঘটে যখন আইএস যোদ্ধারা সিরিয়ার মধ্যাঞ্চলের হামা প্রদেশের আল সান শহরের কাছে সিরিয়ার সরকারি বাহিনীর ওপর আচমকা আক্রমণ চালায়। অবজারভেটরি জানিয়েছে আইএস জঙ্গিরা যাদের অপহরণ করে তাদের মধ্যে অন্তত ১১ জন অসামরিক নাগরিক ছিল। অপর আটজন সম্পর্কে বলা হচ্ছে তারা ছিল সিরীয় সরকারের সৈন্য। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানিয়েছে ওই হামলায় একজন অসামরিক ব্যক্তি নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। আইএস সিরিয়া জুড়ে মারাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসকে লক্ষ্য করেও হামলা চালিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর