বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মিয়ানমারে বিক্ষোভে ফের গুলি, নিহত আরও সাত গণতন্ত্রকামী

মিয়ানমারে বিক্ষোভে ফের গুলি, নিহত আরও সাত গণতন্ত্রকামী

জান্তা সরকারের গুলির ভয় উপেক্ষা করে গণতন্ত্রের দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেয় মিয়ানমারের শত শত নাগরিক -এএফপি

মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও সাতজন গণতন্ত্রকামী নিহত হয়েছেন। গতকাল এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। জানা গেছে, মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের কালে শহরে আজ অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে দেশটির নিরাপত্তা  বাহিনী। সেখানে পাঁচজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। একইদিনে ইয়াঙ্গুনের কাছের বাগো শহরেও গুলির ঘটনা ঘটে। এতে দুই বিক্ষোভকারী নিহত হন।

রক্তক্ষয়ী দমন-পীড়ন সত্ত্বেও মিয়ানমারের গণতন্ত্রপন্থিরা সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রেখেছেন। বিক্ষোভ দমানোর উপায় হিসেবে শক্তি প্রয়োগের পাশাপাশি ইন্টারনেটও বন্ধ করেছে দেশটির জান্তা। মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান হয়। সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে দেশটিতে এখন পর্যন্ত ৫৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহত লোকজনের মধ্যে শিশুরাও আছে। গ্রেফতার করা হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার মানুষকে। অধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ খবর