শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মিয়ানমারের ‘জেমস্টোন’ খনিজ শিল্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র সরকার মিয়ানমারের অন্যতম বৃহৎ খনিজ শিল্প, ‘জেমস্টোন’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নির্দিষ্টভাবে এই নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে সরকারের মালিকানাধীন ‘মিয়ানমার জেমস এন্টারপ্রাইস’-এর বিরুদ্ধে। যে সংস্থাটি রাজস্ব দফতরের সমীক্ষা অনুযায়ী বার্মার সামরিক বাহিনীর অর্থনৈতিক আয়ের প্রধান উৎস। যুক্তরাষ্ট্রের ‘ফরেন এসেটস কন্ট্রোল’-এর পরিচালক আন্দ্রেয়া গাকি বলেন, আজকের এই পদক্ষেপের মাধ্যমে বার্মার সামরিক বাহিনীর আয়ের উৎসকে বন্ধের প্রতিশ্রুতি ব্যক্ত করা হলো। যুক্তরাষ্ট্র এর আগে মিয়ানমারের সামরিক নেতৃবর্গ, তাদের পরিবার-পরিজন এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর