সোমবার, ১২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ভারতের উদ্বেগ বাড়িয়ে ব্রহ্মপুত্রে বৃহত্তম বাঁধ বানাচ্ছে চীন

আনন্দবাজার পত্রিকা

চীনের সঙ্গে সীমান্ত সমস্যা মেটেনি। বৈঠকের পর বৈঠক হলেও সমাধানে আসছে না কোনো দেশ। এর মধ্যে এবার দেশের পানিবিদ্যুতের উৎপাদন তিন গুণ বাড়াতে ব্রহ্মপুত্র নদের প্রবাহের ওপর থাবা বসিয়ে তিব্বতে দানবাকৃতি বাঁধ বানাতে চলেছে চীন। এ খবরে উদ্বিগ্ন পরিবেশবিদ থেকে শুরু করে নরেন্দ্র মোদি সরকার। জানা গেছে, চীনকে পাল্টা জবাবে দিল্লিও ব্রহ্মপুত্র নদের নিচের দিকে আর একটা বাঁধ বানানোর কথা ভাবছে। দুটি বাঁধই ভূকম্পনপ্রবণ ব্রহ্মপুত্র নদের লাগোয়া এলাকায় তীব্র ভূমিকম্পের আশঙ্কা বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।উল্লেখ্য, পৃথিবীর সর্ববৃহৎ পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি রয়েছে মধ্য চীনের ইয়াংজে নদীর ওপর। তার নাম ‘থ্রি গর্জেস’। চীন চাইছে দেশের পানিবিদ্যুতের উৎপাদন আরও তিন গুণ বাড়াতে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিবেশী রাষ্ট্র ভারতের সীমান্ত  থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে চীন বাঁধটি নির্মাণের চেষ্টা করতে পারে। ধারণা করা হচ্ছে, এটিকে ভারতের বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবেই ব্যবহার করতে পারে চীন।

সর্বশেষ খবর