বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

এখনই মুক্তি নয়, দীর্ঘদিন চলবে করোনার দাপট : হু

এখনই মুক্তি নয়, দীর্ঘদিন চলবে করোনার দাপট : হু

এত সহজে করোনা থেকে মুক্তি নেই বিশ্ববাসীর। সোয়া বছর ধরে তান্ডব চালানোর পর গত চার সপ্তাহ ধরে গোটা বিশ্বে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই ভাইরাসের সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। এমতাবস্থায় ফের বড়সড় আশঙ্কার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদোরাস আধানম গেব্রিয়াসিস। তার দাবি বর্তমানে যা পরিস্থিতি চলছে তাতে এত সহজে করোনা থেকে মুক্তি নেই বিশ্ববাসীর। তবে সঠিক বিধিনিষেধ পালনের মাধ্যমে করোনার রাশ টানা সম্ভব বলে দাবি করেন তিনি।

হু প্রধান আরও বলেন, আমরা সবাই চাই গোটা বিশ্ব অর্থনীতিই পুনরায় চাঙ্গা হোক। কিন্তু করোনা মহামারীতে ইতি পড়তে এখনো অনেক সময় বাকি। কিন্তু এতে এত আশাহত হওয়ার কিছু নেই। চলতি বছরের শুরুর দুই মাসে আমরা দেখেছিলাম গোটা বিশ্বে কীভাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছিল। এখন থেকেই পরিষ্কার যে করোনার নতুন স্ট্রেনকেও ঠেকানো সম্ভব।

সর্বশেষ খবর