শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
মিয়ানমার পরিস্থিতি

সেনাশাসনের প্রতিবাদ করায় ফিল্মি কায়দায় অপহৃত বিরোধী নেতা

গণতন্ত্রের দাবিতে উত্তাল মিয়ানমার। ইতিহাসের পুনরাবৃত্তি করে বিক্ষোভ দমনে বন্দুকের আশ্রয় নিয়েছে সেনাবাহিনী। কিন্তু তাতে কি! মৃত্যুভয়কে তুচ্ছ করে জনতার জয়গান এগিয়ে যাচ্ছে। এবার আন্দোলন ঠান্ডা করতে বিরোধী নেতাদের নিশানা করছে সামরিক জান্তা। বিক্ষোভ দমন করতে সেনাশাসকরা যে মরিয়া সেই কথা প্রমাণ করে রীতিমতো ফিল্মি কায়দায় প্রকাশ্যে রাস্তা থেকে অপহরণ করা হয় গণতন্ত্রকামী ও সেনাবিরোধী নেতা ওয়াই মোয়ে নাইংকে। বৃহস্পতিবার মোটরবাইক মিছিলে অংশ নেওয়ার জন্য সমর্থকদের সঙ্গে যাচ্ছিলেন নাইং। তখনই তার বাইকে ধাক্কা মারে ‘পুলিশে’র একটি গাড়ি। তারপর বেপরোয়া গুলি চালিয়ে লোকজনকে হটিয়ে কোনো অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে নাইংকে।

সর্বশেষ খবর