রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা মহামারী আকার ধারণ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা মহামারী আকার ধারণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির কংগ্রেসকে বন্দুকের হিংস্রতা রোধের আহ্বান জানিয়েছেন। দেশটির সাম্প্রতিক বন্দুক হামলাগুলোকে তিনি দেশটিতে মহামারী হিসেবে আখ্যা দিয়েছেন। ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলা দেশটির জন্য মহামারী আকার ধারণ করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় আটজন নিহতের পর জো বাইডেন এমন মন্তব্য করলেন। জো বাইডেন বলেছেন, গোলাগুলির ঘটনা আতঙ্ক সৃষ্টি করেছে। যা অনেক পরিবারকে অপেক্ষায় থাকতে হবে, কার মৃত্যু হচ্ছে এবং কে বেঁচে যাচ্ছে। এমন নিষ্ঠুরতা আমেরিকানদের জন্য সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই দেশটির কোনো না কোনো স্থানে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটছে। প্রতিদিন বন্দুক-সহিংসতায় মানুষ মারা যাচ্ছে। এই নৃশংসতা রোধে কংগ্রেসকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান জো বাইডেন। তিনি আরও বলেছেন, জীবন বাঁচাতে আমাদের অবশ্যই আরও অনেক কিছু করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের পুলিশ দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের হামলাকারী বন্দুকধারীর পরিচয় প্রকাশ করেছে। দেশটির অপরাধ পরিসংখ্যান হিসেবে একই অঞ্চলে সর্বশেষ চারটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। নতুন এই সহিংসতার পর আবারও বন্দুক নিয়ন্ত্রণের ইস্যুটি সামনে চলে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রতি ১০০ জন বসবাসকারীর কাছে ১২১টি বন্দুক রয়েছে।

সর্বশেষ খবর