রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

২৩ হাজার বন্দীকে মুক্তি দেবে জান্তা সরকার

দেশজুড়ে ২৩ হাজার বন্দীকে মুক্তির পরিকল্পনা করছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তবে সামরিক অভ্যুত্থানের বিরোধিতাকারীদের ধরপাকড় অব্যাহত আছে। এই ২৩ হাজার বন্দীর বেশির ভাগের বিরুদ্ধে মূলত অন্য অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সাধারণত বছরে একবার হাজারো অপরাধীকে সাধারণ ক্ষমা দিয়ে থাকে মিয়ানমারের সরকার। এবারও সেই ধারাবাহিকতাতেই ২৩ হাজার বন্দীকে মুক্তি দেওয়ার কথা ভাবা হচ্ছে। এই ২৩ হাজার বন্দীর মধ্যে আটক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরাও আছেন কি না,  সেটি অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ খবর