সোমবার, ১৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মার্কিন হেলিকপ্টারে নেওয়া হলো আইএস সন্ত্রাসীদের

সিরিয়ায় অবৈধভাবে মোতায়েন মার্কিন সেনারা আবারো উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের কয়েকজন সদস্যকে হেলিকপ্টারে করে দেশটির পূর্বাঞ্চলের একটি তেলক্ষেত্রে পৌঁছে দিয়েছে। তুরস্কের দৈনিক সাবাহ পত্রিকা শনিবার তেলক্ষেত্র সূত্রের বরাত দিয়ে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ৬০ জনের মতো আইএস সন্ত্রাসীকে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের হেলিকপ্টারে করে দেইর আজ-জাওয়ার প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রে পৌঁছে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ২০১৪ সাল থেকে এই জোট সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে দাবি করে আসছে তবে নানা সময়ে সন্ত্রাসীদের সহায়তা করার নানা তথ্য প্রকাশ হয়েছে।

তুর্কি পত্রিকাটি বলেছে, আইএসের এসব সন্ত্রাসীকে কুর্দি গেরিলা গোষ্ঠী পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজির কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। ওয়াইপিজির প্রতি মার্কিন সরকারের সমর্থন রয়েছে।

সর্বশেষ খবর