বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
পশ্চিমবঙ্গ নির্বাচন

ঈদের দিন ভোট গ্রহণ নিয়ে মমতার তোপ

কলকাতা প্রতিনিধি

ঈদের দিন ভোট গ্রহণ নিয়ে মমতার তোপ

ধারণা করা হচ্ছে ভারতে আগামী ১৩ মে ঈদুল ফিতর উদযাপিত হবে। কিন্তু সেই দিনেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার দুই বিধানসভা কেন্দ্র সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। আর এতে বেজায় চটেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। তিনি এ জন্য বিজেপিরও সমালোচনা করেন।  পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় ওই দুটি কেন্দ্রে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল সামশেরগঞ্জের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী মহম্মদ রেজাউল হক মারা যান। এর এক দিন পর ১৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় জঙ্গিপুরের সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। ফলে দুই কেন্দ্রেই ভোট নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সোমবারই নির্বাচন কমিশন জানায় আগামী ১৩ মে ওই দুটি কেন্দ্রে নির্বাচন নেওয়া হবে। রাজ্যের ২৯৪টি আসনে মোট আট দফায় নির্বাচন হবে। ২৯ এপ্রিল শেষ দফার ভোট গ্রহণ। ২ মে ভোটের ফলাফল প্রকাশিত হবে। আর গতকাল দুপুরে মুর্শিদাবাদ ভগবানগোলার জনসভা থেকে এই ইস্যুতে মুখ খোলেন মমতা। তিনি বলেন, ‘এখানে দুজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট ১৩ তারিখ করে দেওয়া হয়েছে। কিন্তু ওই দিন মুসলমানদের ঈদ হওয়ার কথা। আমি জানি না নির্বাচন কমিশন নিশ্চয়ই ক্যালেন্ডারে ঈদের ছুটিটা দেখতে ভুলে গেছে, বা দেখেনি। কিন্তু আমরা মনে করি পুজো বা ঈদের দিনগুলো মাথায় রেখে কাজ করা উচিত।

সর্বশেষ খবর