বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে শাদের প্রেসিডেন্ট মারা গেছেন

বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে শাদের প্রেসিডেন্ট মারা গেছেন

আফ্রিকান দেশ শাদের প্রেসিডেন্ট ইদরিস দেবি (৬৮) বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে আহত হওয়ার পর মারা গেছেন। গতকাল দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আজিম বেরমান্দোয়া আগৌনা এ তথ্য জানান। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন ইদরিস দেবি। ৩০ বছরের বেশি সময় ধরে তিনি ক্ষমতায় ছিলেন।

সেনাবাহিনী জানিয়েছে, ১১ এপ্রিল নির্বাচনের দিন দেশের উত্তর দিকে একটি বড় আক্রমণ শুরু করেছিল এমন বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় ডেবি তার সেনাবাহিনীকে কমান্ডিং করছিলেন। তখন তিনি আহত হন। সোমবার দেশটির নির্বাচনের ফলে দেখা যায়, ষষ্ঠবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন ইদরিস দেবি। তিনি ৭৯ শতাংশ ভোট পান। সেনাবাহিনী আরও জানায়, এখন প্রয়াত প্রেসিডেন্টের ৩৭ বছর বয়সী ছেলে মহামত ইদ্রিস ডেবি ইটনো তার স্থলাভিষিক্ত হবেন। ইদরিস দেবির বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগ তুলে বিরোধীদের বেশির ভাগই সোমবার নির্বাচন বর্জন করে। ওই দিন বিদ্রোহীরা রাজধানী এনজামিনা অভিমুখে কয়েক শ কিলোমিটার এগিয়ে এলে ইদ্রিস ডেবি সামরিক বাহিনীর সঙ্গে মিলে বিদ্রোহীদের মোকাবিলা করতে ময়দানে নামেন। সেখানে তিনি গুরুতর আহত হন। পরে রাজধানীতে আনার পথে তাঁর মৃত্যু হয়। রাজধানী থেকে ৩০০ কিলোমিটার দূরে থাকতেই বিদ্রোহীদের রুখে দিতে সক্ষম হয় শাদের সেনারা। ১৯৯০ সালে সশস্ত্র বিদ্রোহের মধ্য দিয়ে তিনি ক্ষমতায় আসেন। ৬৮ বছরের ইদ্রিস আফ্রিকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা শাসকদের একজন।  সামরিক বাহিনীর একজন জেনারেল রয়টার্সকে বলেন, ৩০০ বিদ্রোহীকে হত্যা ও ১৫০ জনকে আটক করা হয়েছে। ৫ জন সেনা নিহত ও ৩৬ জন আহত হয়েছে। তবে রয়টার্স এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

সর্বশেষ খবর