বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সিরিয়ায় রাশিয়ার বোমা হামলা : ২০০ জঙ্গি নিহত

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় পালমিরার একটি সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২০০ জঙ্গি নিহত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সন্ত্রাসী ঘাঁটিটির। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সিরিয়ায় রাশিয়ান মিলিটারিস রিকনসিলিয়েশনের উপ-প্রধান আলেকজান্ডার কারপভ এক বিবৃতিতে জানিয়েছেন, উত্তর-পূর্ব সিরিয়ার পালমিরা শহরের কাছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দুটি আস্তানায় রাশিয়ার জঙ্গিবিমান বড় ধরনের হামলা চালিয়েছে। এতে অন্তত ২০০ জঙ্গি নিহত এবং আস্তানা দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আলেকজান্ডার কারপভ আরও জানিয়েছেন, রাশিয়ান সেনাবাহিনী নির্ভরযোগ্য সূত্র থেকে উগ্র সন্ত্রাসীদের অবস্থানের তথ্য নিয়ে দেশটির বিমান বাহিনীর কয়েকটি জঙ্গিবিমান এ হামলায় অংশ নেয়। অভিযানে হেভি মেশিনগান বসানো ২৪টি গাড়ি এবং ৫০০ কেজি গোলাবারুদ ধ্বংস করা হয়েছে। রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, পালমিরার ওই আস্তানা দুটিতে সিরিয়াজুড়ে সন্ত্রাসী হামলায় কাজ করে আসছিল। আলেকজান্ডার কারপভ বলেছেন, সিরিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোর অস্থিতিশীল করার জন্য জঙ্গিরা গোপনে মহড়া নিচ্ছিল। আগামী ২৬ মে প্রেসিডেন্ট নির্বাচনের সময় নির্ধারণ করা হয়েছে। গোলযোগপূর্ণ অবস্থা থেকে স্থিতিশীলতার দিকে ফিরতে ওই নির্বাচন গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এ কারণে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সবার নজর নির্বাচনের দিকে। ২০১৫ সাল থেকে রাশিয়া সিরিয়ায় সামরিক অভিযান চালিয়ে আসছে।

প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে ১০ বছর গৃহযুদ্ধের পরে দেশটির বেশির ভাগ অংশের নিয়ন্ত্রণ ফিরে পেতে সহায়তা করে আসছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর