বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটালেন রানী

স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটালেন রানী

ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ গতকালই পা রেখেছেন ৯৬ বছরে। তবে কদিন আগেই তার স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন। এ কারণে অনাড়ম্বর জন্মদিন পালন করেছেন রানী। জন্মদিনে টাওয়ার অব লন্ডন কিংবা হাইড পার্কে তোপধ্বনি দিয়ে অভিবাদন জানানো হয়নি। ফলে ১৯৫২ সালে ক্ষমতায় আরোহণের পর এই প্রথম অনাড়ম্বরভাবে জন্মদিন পালন করলেন রানী। রানির জন্মদিন উপলক্ষে প্রতি বছর রাজপ্রাসাদে কিছু আনুষ্ঠানিকতা পালন করা হলেও এ বছর প্রিন্স ফিলিপের মৃত্যুর পর ঘোষিত দুই সপ্তাহের শোকের জন্য সে আনুষ্ঠানিকতাও সীমিত থাকছে। অবশ্য প্রতি বছর জুনের দ্বিতীয় সপ্তাহে রানীর সরকারি জন্মদিন উদযাপন করা হয় বর্ণাঢ্য আয়োজনে। গত ৯ এপ্রিল ৯৯ বছর বয়সে মারা যান রানীর স্বামী প্রিন্স ফিলিপ। রাজপরিবারের পক্ষ থেকে গত শনিবার উইন্ডসর প্রাসাদে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সাংবিধানিক রাজতন্ত্রের প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ প্রিন্স ফিলিপকে বিয়ে করছিলেন ১৯৪৭ সালে। ১৯২৬ সালের ২১ এপ্রিল সেন্ট্রাল লন্ডনের ব্রুটন স্ট্রিটে জন্ম হয়েছিল এলিজাবেথের।

কানাড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডসহ সাবেক ১৫টি ব্রিটিশ উপনিবেশেরও রাষ্ট্রপ্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ।

সর্বশেষ খবর