বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মধ্য মে পর্যন্ত আফগান শান্তি সম্মেলন স্থগিত

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আগামী ২৪ এপ্রিল আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু তা মে মাসের মাঝামাঝি পর্যন্ত সম্মেলন স্থগিত করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান শান্তি সম্মেলনে তালেবান নেতারা পবিত্র রমজান মাস চলতে থাকায় আলোচনায় অংশ গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেন। এ কারণে তা স্থগিত করা হয়েছে। আফগানিস্তানের এক প্রবীণ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তালেবানরা এতে যোগ দিতে অস্বীকার করায় নির্ধারিত তারিখে ইস্তাম্বুল বৈঠক হচ্ছে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন ঘোষণার পর, তুরস্কের রাজধানীতে তালেবান বিদ্রোহী ও আফগান সরকারের মধ্যে এক শান্তি চুক্তি হওয়ার কথা ছিল। এই সম্মেলন অনুষ্ঠানে জাতিসংঘ ও কাতার সহযোগিতা করবে। এরপরই তুরস্কের পক্ষ থেকে শান্তি সম্মেলন স্থগিতের ঘোষণা এলো।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগøু বলেছেন, পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উদযাপনের কারণে আগামী মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সম্মেলন স্থগিত করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, সম্মেলন স্থগিত হওয়ার কারণে আফগান সরকার ও তালেবান দুই  পক্ষই প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।

সর্বশেষ খবর