শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

জলবায়ু সংকটকে আর কত উপেক্ষা

জলবায়ু সংকটকে আর কত উপেক্ষা

জলবায়ু পরিবর্তনের ইস্যুকে উপেক্ষা করায় ক্ষমতাশালী রাজনীতিবিদদের এক হাত নিয়েছেন পরিবেশবাদী অ্যাকটিভিস্ট গ্রেটা থানবার্গ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের এক শুনানিতে অংশ নিয়ে মার্কিন আইন প্রণেতাদের প্রতি তিনি আহ্‌বান জানান, তারা যেন জলবায়ু সংকটকে গুরুত্ব সহকারে বিবেচনা করে। জীবাশ্ম জ্বালানি খাতে ভর্তুকি দেওয়া বন্ধ করারও আহ্‌বান জানিয়েছেন ১৮ বছর বয়সী গ্রেটা। জলবায়ু বিষয়ে সর্বদাই সোচ্চার এই তরুণ পরিবেশপ্রেমী। জাতিসংঘের জলবায়ুবিষয়ক বিশেষ অধিবেশনেও জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন তিনি।

সর্বশেষ খবর