শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মানবিক চোর...

ব্যাগভর্তি করোনা টিকা চুরি করে পালিয়েছিলেন এক চোর। পরে ভুল বুঝতে পেরে সেই টিকা ফিরিয়ে দেন তিনি। এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করে একটি নোটও রেখে গেছেন। গতকাল ভারতের হরিয়ানা রাজ্যের জিন্দ শহরে এ ঘটনা ঘটে। প্রশাসন তাকে ‘মানবিক চোর’ বলছে। এই মানবিক চোর যেখান থেকে টিকার বাক্স নিয়ে গিয়েছিলেন, সেই চত্বরেই রেখে গেছেন। জানা গেছে, হাসপাতালটি থেকে বুধবার ‘কোভিশিল্ড’ আর কো-ভ্যাকসিন’-এর ১ হাজার ৭১০টি ডোজের বাক্স উধাও হয়ে যায়। গতকাল সেই হাসপাতাল চত্বরে সেই বাক্সটি। পাশে ছিল একটি চিরকুট। তাতে সেই ‘চোর’ হিন্দিতে লিখেছে, ‘আমি খুব দুঃখিত। বুঝতেই পারিনি এর মধ্যে করোনার ওষুধ ছিল।

(সরি, পাতা নেহি থা ইসমে করোনা কি দাওয়াই থি)।’ এমনই এক ‘মানবিক চোর’-এর কীর্তির সাক্ষী থাকল হরিয়ানা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর