রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষী হামলা, অ্যাসিডে আক্রান্ত নারী

যুক্তরাষ্ট্রের ইসলামবিদ্বেষী হামলার শিকার হয়েছেন মুসলিম নারী নাফিয়াহ ইকরাম। মার্চে নিউইয়র্ক সিটির লং আইল্যান্ডের বাড়ির সামনে অ্যাসিড আক্রান্ত হয়ে হাসপাতালে ১৫ দিন চিকিৎসা গ্রহণ করেন।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক সিটির লং আইল্যান্ডের নিজ বাড়ির সামনে এক মুসলিম নারী নাফিয়াহ ইকরাম অ্যাসিড হামলার শিকার হয়েছেন। পুলিশ জানিয়েছে, নাফিয়াহ ইকরাম ও তার মা গাড়ি থেকে নামার সময় অজ্ঞাত এক ব্যক্তি ওই নারীর মুখে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। হফস্ট্রা ইউনিভার্সিটির শিক্ষার্থী নাফিয়াহ ইকরাম সকাল সাড়ে ৮ টার দিকে লং আইল্যান্ডের বাসায় ফিরছিলেন। আমেরিকান-ইসলামিক রিলেশন্সের বিবৃতি অনুসারে, হামলার মাস পেরিয়ে গেলেও পুলিশ অপরাধীকে ধরতে ব্যর্থ। পুলিশ জানিয়েছে, প্রশাসন হামলাকারীকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমেরিকান-ইসলামিক রিলেশন্সের বিবৃতিতে জানিয়েছে, নাফিয়াহ ১৭ মার্চের হামলার পরে হাসপাতালে ১৫ দিন অতিবাহিত করেছিলেন। সংগঠনটি আরও জানিয়েছে, অ্যাসিডে ২১ বছর বয়সী ওই নারীর মুখ, চোখ, ঘাড় ও দুই হাত ঝলসে যায়। স্থানীয় চিকিৎসক জানিয়েছে, হামলায় নাফিয়াহর মুখে অ্যাসিড ঢুকে গেলে তিনি শ্বাসকষ্টেও ভোগেন। চিকিৎসকরা আরও জানিয়েছে, অ্যাসিড হামলায় নাফিয়াহর চোখ ঝলসে যায়। তিনি আর কখনো চোখে দেখতে পাবেন না। সা¤প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষী হামলা বেড়ে গেছে। এ জন্য বিশ্লেষকরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ণবিদ্বেষী নীতি ও আচরণকে দায়ী করেছেন।

সর্বশেষ খবর