মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

করোনায় বেহাল ভারত অক্সিজেনের অভাবে মৃত্যু

করোনায় বেহাল ভারত অক্সিজেনের অভাবে মৃত্যু

ভারত অনেক দিন এমন ভয়াবহ অবস্থা দেখেনি। করোনার প্রকোপ কমা দূরের কথা, বরং বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। মারা গেছেন ২ হাজার ৮১২ জন। দেশটিতে হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত। তাদের অনেকেই প্রথম থেকেই ভয়ংকর শ্বাস-প্রশ্বাসের কষ্টে পড়ছেন। হাসপাতালে বেড নেই। অক্সিজেন নেই। করোনা পরীক্ষা করাতে প্রচুর বেগ পেতে হচ্ছে। পরীক্ষা হলেও রিপোর্ট আসতে পাঁচ থেকে সাত দিন লেগে যাচ্ছে। অনলাইনে চিকিৎসকের পরামর্শ পেতে দিন তিনেক লেগে যাচ্ছে। ওষুধ পেতেও তাই। পুরো স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার মুখে। যাদের করোনা পরীক্ষা হচ্ছে তাদের চারজনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ আসছে। ফলে আতঙ্ক বাড়ছে।

এরই মধ্যে হরিয়ানার হিসারে গতকাল অক্সিজেন না পেয়ে চারজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হরিয়ানার তিন হাসপাতালে রোগীরা অক্সিজেনের অভাবে মারা গেলেন। এর আগে গুরুগ্রামে তিনজন ও রেওয়ারিতে চারজন অক্সিজেনের অভাবে মারা গেছেন। দিল্লির পরিস্থিতি এখনো খুব খারাপ। তাই দিল্লিতে লকডাউন আরও সাত দিন বাড়ানো হয়েছে। দিল্লির চারদিকে করোনার থাবা। ওষুধের দোকান, মুদিখানা বন্ধ হয়ে যাচ্ছে কর্মীরা করোনায় আক্রান্ত হওয়ার পর। ওষুধের দোকানে অনেক ওষুধই পাওয়া যাচ্ছে না। গার্গল করার ওষুধও উধাও। মানুষ পাগলের মতো অক্সিজেন ও হাসপাতালের বেডের খোঁজ করছেন। পরিস্থিতি এতটাই খারাপ, দুই দিন আগে দিল্লির একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে ২০ জন রোগীর মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ ভারতকে পুরো ঝাঁকিয়ে দিয়েছে। পুরো ভারত এখন করোনার বিরুদ্ধে লড়াই করছে।

সাহায্যের হাত : ভারতের এ অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশ। যুক্তরাজ্য প্রচুর অক্সিজেন কনসেনট্রেটর এবং ভেন্টিলেটর পাঠিয়েছে। প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ভারতকে সব রকম সাহায্য করবে যুক্তরাজ্য। ইইউও সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, জার্মানি ভারতকে অক্সিজেন ও চিকিৎসাসামগ্রী পাঠাবে। ইইউর বাকি দেশগুলোও ভারতকে সাহায্যের কথা জানিয়েছে।

বাইডেনের আশ্বাস : অবশেষে প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, তারা ভারতের পাশে থাকবেন। বাইডেন জানিয়েছেন, যেভাবে ভারত আমেরিকাকে সাহায্য করেছিল সেভাবেই তারা নয়াদিল্লির পাশে দাঁড়াবেন।

সর্বশেষ খবর