মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

থাইল্যান্ডে মাস্ক না পরিধান করে কেউই বাড়ির বাইরে বেরুচ্ছেন না

থাইল্যান্ডে মাস্ক না পরিধান করে কেউই বাড়ির বাইরে বেরুচ্ছেন না

বিশেষজ্ঞরা প্রথম থেকেই বলে আসছেন কভিড থেকে বাঁচার অন্যতম উপায় মাস্ক পরিধান। কিন্তু এই বিষয়টি নিয়ে উদাসীনতা গোটা বিশ্বেই। এ অবস্থায় থাইল্যান্ড সরকার জনসম্মুখে মাস্ক না পরার জন্য থাই মুদ্রা ২০ হাজার বাত (প্রায় ৫৪ হাজার টাকা) জরিমানাসহ কঠোর বিধিনিষেধ জারি করেছে। ফলে এখন মাস্ক না পরিধান করে কেউই বাড়ির বাইরে বেরুচ্ছেন না  -এএফপি

সর্বশেষ খবর