বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রাশিয়ার টিকা প্রত্যাখ্যান ব্রাজিলের

ব্রাজিলের স্বাস্থ্যবিষয়ক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আনভিসা দেশটিতে রাশিয়ার তৈরি কভিড টিকা স্পুৎনিক ভি আমদানির অনুরোধ প্রত্যাখ্যান করেছে। মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিভিন্ন রাজ্যের গভর্নররা টিকাটি আমদানির অনুরোধ করেছিল। কিন্তু টিকাটির নিরাপত্তা, মান ও কার্যকারিতা সংক্রান্ত তথ্যের ঘাটতিকে উদ্ধৃত করে সংশ্লিষ্ট কর্মীরা স্পুৎনিক ভি’র ‘সহজাত ঝুঁকি’ ও ‘গুরুতর ত্রুটির’ ওপর আলোকপাত করার পর আনভিসার পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে টিকাটিকে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সর্বশেষ খবর