বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

কভিড-১৯ টিকার ফর্মুলা উন্মুক্ত করার বিপক্ষে বিল গেটস

কভিড-১৯ টিকার ফর্মুলা উন্মুক্ত করার বিপক্ষে বিল গেটস

কভিড-১৯ টিকা উৎপাদন ও বিতরণকে ব্যাপকভাবে উৎসাহিত করতে পুরো বিশ্বে এর প্রযুক্তি উন্মুক্ত করে দেওয়ার যে দাবি উঠেছে, তার সঙ্গে ভিন্নমত পোষণ করেছে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। রিপাবলিক নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিল গেটস সা¤প্রতিক এক সাক্ষাৎকারে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে করোনাভাইরাস টিকার সূত্র ভাগ করে নেওয়ার বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। নিজের এমন মনোভাবের কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েন বিল গেটস। অনেকেই ভাবছেন, তিনি সম্ভাবত বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিকানা সুরক্ষার জায়গা থেকে এমন অবস্থান নিচ্ছেন। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস বলেছেন, উৎপাদনের ফর্মুলা উন্মুক্ত করে দিলে ভ্যাকসিনের নিরাপত্তা বিঘিœত হতে পারে। সাক্ষাৎকারে উপস্থাপিকা মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতার কাছে জানতে চান, টিকার উৎপাদন ফর্মুলা ভাগ করে নেওয়াকে তিনি যথাযথ মনে করেন কিনা? উত্তরে বিল গেটস বলেন, ‘না।’ কেন নয়! তার ভাষায়, বিষয়টা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির মামলা নয়। এমনও নয় যে, দুনিয়ার সব টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান আদর্শ মানের এবং তারা নিরাপদ টিকা উৎপাদন করবে। বিল গেটস মনে করেন, ভ্যাকসিনের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ইস্যুতে সর্বোচ্চ নিরাপত্তার কথা ভাবতে হবে। সেজন্যই বিশ্বব্যাপী টিকার উৎপাদন ফর্মুলা শেয়ার হওয়া উচিত হবে না।

সর্বশেষ খবর