বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সৌদি-ইরান সম্পর্কে নতুন মোড়!

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির ইঙ্গিত দিয়েছেন। স¤প্রতি বাগদাদে উভয় দেশের মধ্যে গোপন বৈঠকের পর সৌদি যুবরাজ এমন মনোভাব ব্যক্ত করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক প্রভাব বিস্তারে দীর্ঘদিন ধরে তীব্র বিরোধে জড়িয়ে আছে সৌদি আরব ও ইরান। ২০১৬ সালে সৌদি আরবে এক শিয়া ধর্মগুরুর ফাঁসি কার্যকরের প্রতিবাদে ইরানের বিক্ষোভকারীরা সৌদি দূতাবাসে হামলা চালায়। এ ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। আন্তর্জাতিক গণমাধ্যম রেডিও ফ্রি ইউরোপ জানিয়েছে, ইরানের প্রতি সুর কিছুটা নরম করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরব ইরানের সঙ্গে ভালো সম্পর্ক চায়। মঙ্গলবার প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে সৌদি যুবরাজ বলেছেন, ইরান আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা সবাই দেশটির সঙ্গে ভালো ও বিশেষ সম্পর্ক চাই। মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইরান নিয়ে জটিল পরিস্থিতি আমরা চাই না। আমরা ইরানের উন্নতি চাই, যা এ অঞ্চল ও বিশ্বকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেবে। সৌদি যুবরাজ আরও বলেছেন, তেহরানের ‘নেতিবাচক কর্মকান্ড’ নিয়ে সমাধান খুঁজতে রিয়াদ আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাজ করছে। ইরাকের এক কর্মকর্তা ও পশ্চিমা এক কূটনীতিক এএফপিকে জানিয়েছেন, বাগদাদে দুই দেশের মধ্যকার বৈঠক হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, স¤প্রতি ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদেমির সহায়তায় উভয় দেশের মধ্যে প্রথম বৈঠক হয়। বৈঠকের বিষয়ে রিয়াদ স্বীকার না করলেও ইরান জানিয়েছে, তারা সবসময় সৌদি আরবের সঙ্গে  শান্তিপূর্ণ বৈঠকের প্রত্যাশা করে।

সর্বশেষ খবর