শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
করোনা মহামারী

যুক্তরাষ্ট্র, চীন, ভারত ত্রিমুখী রাজনীতি

যুক্তরাষ্ট্র, চীন, ভারত ত্রিমুখী রাজনীতি

করোনা মহামারী গোটা বিশ্বকে কাঁপাচ্ছে। কিন্তু রাজনীতি শুরু হয়েছে এর প্রতিষেধক নিয়ে। ট্রিলিয়ন ডলারের হাতছানি কে ছাড়তে চায়। জাতি হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সময়ও। তাইতো আপাতত এই টিকা নিয়ে রাজনীতিতে নেমে পড়েছে তিন দেশ যুক্তরাষ্ট্র, চীন ও ভারত। এক্ষেত্রে এগিয়ে ছিল ভারত। কিন্তু দেশটিতে হঠাৎ করে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় কিছুটা হোঁচট খেয়েছে। তার মধ্যে আবার আমেরিকা ভারতে টিকা তৈরির কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে। এতে সমস্যায় পড়ে বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদন কেন্দ্র সেরাম ইনস্টিটিউট। ফলে  চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রতি টিকা তৈরির কাঁচামাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্‌বান জানিয়েছিল ভারত। কিন্তু এমন অনুরোধের পরিপ্রেক্ষিতে দৃশ্যত খুঁড়িয়ে চলার নীতি গ্রহণ করে ওয়াশিংটন। অজুহাত হিসেবে তারা যুক্তরাষ্ট্রের মানুষকে আগে টিকা দেওয়ার প্রয়োজনীয়তার কথা তোলে। কিন্তু যুক্তরাষ্ট্রের এই মনোভাব ক্ষুব্ধ করে ভারতের মানুষকে। কারণ, এ দেশটি এখন বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়াবহতার মোকাবিলা করছে। যুক্তরাষ্ট্রের এই মনোভাব আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয়। বিশেষ করে তাদের ধুয়ে দেয় চীনের মিডিয়া। এ ছাড়া দেশের ভিতরেও বিরূপ প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র দ্রুততার সঙ্গে তার অবস্থান পরিবর্তন করে। প্রতিশ্রুতি দেয় ভারতকে সহায়তা দেওয়ার। এ নিয়ে ভারতের বাইরে খুব জোরালো এবং কর্কশ সমালোচনা হয় চীনে। এক সপ্তাহ ধরে চীনের রাষ্ট্রীয় মিডিয়া ওয়াশিংটনকে সমালোচনায় ধুয়ে দিয়ে বিপুল পরিমাণ লেখা প্রকাশ করে। এদিকে এই করোনা পরিস্থিতি দুই শত্রু দেশ ভারত ও চীন কাছাকাছি আসার সুযোগ পেয়েছে। ভারতের বর্তমান ভয়াবহ অবস্থায় চীনা নেতারা সহায়তার ইচ্ছা প্রকাশ করছেন। তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, ‘যদি সুনির্দিষ্ট চাহিদার বিষয়ে ভারত আমাদের কাছে তথ্য জানায়, তাহলে আমরা সর্বোত্তম সক্ষমতা দিয়ে তাদের সাপোর্ট ও সহায়তা দিতে প্রস্তুত’।

এর মধ্যে আবার ওয়াশিংটন দিল্লির সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে তুলতে চায়। এ অঞ্চলে চীন যখন ক্রমবর্ধমান হারে তার উপস্থিতি জানান দিচ্ছে এবং তার উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে তখন তাকে কাউন্টার দেওয়ার জন্য ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে ওয়াশিংটন।

সর্বশেষ খবর