শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে এখন ভোট গণনার অপেক্ষা

কলকাতা প্রতিনিধি

করোনা আবহেই প্রায় এক মাসের বেশি সময় ধরে চলা পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন শেষ হলো গতকাল। রাজ্যটির ২৯৪টি বিধানসভা আসনে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয় ২৭ মার্চ, মোট আট দফায় চলে ভোট গ্রহণ, যার শেষ দফা ছিল গতকাল। এই দফায় মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ও উত্তর কলকাতা-রাজ্যটির চারটি জেলার ৩৫টি আসনে ভোট নেওয়া হয়। গতকাল সকালে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের ২৪৭ নম্বর বুথে ভোট দেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে শেষ দফার ভোট গ্রহণকে কেন্দ্র করে বিক্ষিপ্ত কিছু অশান্তি, সহিংসতার ঘটনা ঘটেছে। ভোটের শুরুতে জোড়াসাঁকো বিধানসভার অন্তর্গত কলকাতার মহাজাতি সদনের সামনে বোমাবাজিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে ভোটের সকালেই ট্যুইট করে কভিড স্বাস্থ্যবিধি মেনে ভোটদানের পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী রবিবার ভোট গণনা। ওইদিনই ঠিক হয়ে যাবে ‘নবান্ন’ এবার কাদের দখলে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসই ফের ক্ষমতায় ফিরবে না প্রথমবারের জন্য ক্ষমতায় আসবে বিজেপি। পশ্চিমবঙ্গের সঙ্গে ওই দিনই আসাম (১২৬টি আসন), কেরালা (১৪০), তামিলনাড়ু (২৩৪) ও কেন্দ্র-শাসিত অঞ্চল পডুচেরিতে (৩০) আসনে বিধানসভার নির্বাচন ও দেশজুড়ে কয়েকটি উপনির্বাচনেরও ভোট গণনা। নজর নন্দীগ্রামে : বলতে কোনো দ্বিধা নেই, এবার হাইপ্রোফাইল কেন্দ্র হলো নন্দীগ্রাম। এই কেন্দ্রেই মমতার প্রধান প্রতিপক্ষ বিজেপির প্রার্থী রাজ্যের সাবেক মন্ত্রী ও নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী।

সর্বশেষ খবর