সোমবার, ৩ মে, ২০২১ ০০:০০ টা

বাইডেনের সমালোচনা উ. কোরিয়ার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে বিরোধপূর্ণ নীতি গ্রহণের অভিযোগ এনেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের সঙ্গে কৌশলগত এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন যখন তার অবস্থান ঘোষণার প্রস্তুতি নিচ্ছে তখন এই মন্তব্য করল উত্তর কোরিয়া।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ওয়াশিংটন থেকে সম্প্রতি যেসব বক্তব্য দেওয়া হয়েছে তাতে এটাই মনে হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন বৈরিতাপূর্ণ নীতি গ্রহণ করতে যাচ্ছে। উল্লেখ্য, এ সপ্তাহের শুরুতে জো বাইডেন উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে অভিহিত করেছেন। হোয়াইট হাউস বলেছে, উত্তর কোরিয়া ইস্যুতে সমন্বিত কিছু পরিকল্পনা রয়েছে প্রেসিডেন্ট বাইডেনের। উত্তর কোরিয়া বিষয়ে পর্যালোচনামূলক আলোচনার জন্য খুব শিগগিরই জাপান ও দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে একটি বৈঠক করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

সর্বশেষ খবর