মঙ্গলবার, ৪ মে, ২০২১ ০০:০০ টা
রুশ ও চীনা মহাকাশ সক্ষমতা

যুক্তরাষ্ট্রের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের উদ্বেগ

চীন ও রাশিয়া এমন অস্ত্র তৈরি করেছে যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহগুলোকে নিষ্ক্রিয় বা ধ্বংস করে দেওয়া সম্ভব। ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মার্কিন স্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল জন রেমন্ড মার্কিন জেনারেল। তিনি আরও বলেছে, মহাকাশে চীন ও রাশিয়া যে সক্ষমতা অর্জন করেছে তা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগজনক। তিনি অভিমত, মহাকাশ হচ্ছে নৌ, স্থল ও আকাশের মতোই যুদ্ধ করার মতো একটি স্থান। বিগত বছরগুলোয় চীন ও রাশিয়া মহাকাশে যুদ্ধ করার এমন সক্ষমতা অর্জন করেছে, তারা ভূমিতে বসে বা মহাকাশ থেকে বা সাইবার প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহগুলোকে নিষ্ক্রিয় বা ধ্বংস করে দিতে পারে। মার্কিন সেনাবাহিনীর স্পেস ফোর্সের কমান্ডার আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধ চায় না, যা মহাকাশে ছড়িয়ে পড়বে। যুক্তরাষ্ট্র বরাবরই চায় মহাকাশ সবার জন্য নিরাপদ থাক। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে- মার্চের শেষ নাগাদ জেনারেল জন রেমন্ড একই মন্তব্য করেছিলেন। সে সময় নিউইয়র্ক টাইমসকে জেনারেল বলেছিলেন, মহাকাশে চীন ও রাশিয়া যে সক্ষমতা অর্জন করেছে তা আমেরিকার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। জেনারেল আরও বলেছিলেন, দুটি দেশের কাছেই বিভিন্ন মাত্রা ও শক্তির লেজার প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যা দিয়ে ভূপৃষ্ঠ থেকে মহাকাশে অবস্থিত কৃত্রিম উপগ্রহগুলোকে নিষ্ক্রিয় বা ধ্বংস করে ফেলা সম্ভব।

সে সময় জেনারেলের বক্তব্য প্রত্যাখ্যান করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়ার মহাকাশ সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ভিত্তিহীন; কারণ, রাশিয়া একটি শান্তিকামী দেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর