মঙ্গলবার, ৪ মে, ২০২১ ০০:০০ টা

বাইডেনের সঙ্গে মোসাদ প্রধানের বৈঠক

বাইডেনের সঙ্গে মোসাদ প্রধানের বৈঠক

মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান প্রসঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক। রবিবার ইসরায়েলের গণমাধ্যমগুলো এমন তথ্য প্রকাশ করেছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ইয়োসি কুহান। সাক্ষাতে তারা মধ্যপ্রাচ্যে ইরানের কথিত হুমকি ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন। মোসাদ প্রধান ইরানের পরমাণু সমঝোতায় না ফিরতে জো বাইডেনকে অনুরোধ করেছেন বলেও জানিয়েছে কোনো কোনো ইসরাইলি গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদ প্রধানের সাক্ষাতের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন জো বাইডেন। চ্যানেল ১২ আরও জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোসাদ প্রধানের সাক্ষাৎ পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচির অংশ নয়। তবে, ইসরায়েলের নিরাপত্তা প্রতিনিধি দলের ওয়াশিংটন সফরে বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়। মার্কিন নিউজ পোর্টাল ‘এক্সিয়াস’ জানিয়েছে, হোয়াইট হাউস সাক্ষাতের বিষয়টি গোপন রেখেছে এবং উক্ত বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সর্বশেষ খবর