শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা
এখন পর্যন্ত ১৬ জন নিহত

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতা চলছেই

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া বার্তা মমতাকে

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবারই তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি। আর গতকাল বিধানসভায় শপথ নিলেন সদ্য বিজয়ী ১৪৩ জন বিধায়ক। করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই এদিন দুটি দফায় ভাগ করে জয়ী বিধায়কদের একাংশ শপথ নেন। এদের মধ্যে অধিকাংশ বিধায়কই ছিলেন কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম জেলায় অবস্থিত বিভিন্ন কেন্দ্রের জয়ীরা। আজ ১৪৮ জন বিধায়ক শপথ নেবেন বলে জানা গেছে। আগামীকাল একদিনের জন্য বসবে বিধানসভার অধিবেশন। ওইদিন বিধানসভার স্পিকার নির্বাচনের পর অধিবেশন মুলতবি করা হবে। এদিকে নির্বাচন, ভোটগণনা ও শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হলেও পশ্চিমবঙ্গ রাজ্য জুড়েই ভোট-পরবর্তী সহিংসতা অব্যাহত। বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মমতা ব্যানার্জিও প্রতিটি রাজনৈতিকদের কাছেই শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন। গতকাল ভোট-পরবর্তী সহিংসতা কবলিত এলাকা মেদিনীপুর জেলার পিংলা, সবং এলাকা পরিদর্শনে যাওয়ার পথে পাঁচকুড়ি এলাকায় কেন্দ্রীয় পররাষ্ট্রপ্রতিমন্ত্রী ভি মুরলীধরনের গাড়িবহরকে লক্ষ্য করে চলে হামলা। এদিকে ভোট-পরবর্তী সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে গতকালই রাজ্যে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রলায়ের চার সদস্যের এক প্রতিনিধি দল। রবিবার গণনার পর ওইদিন রাত থেকেই রাজ্যের জেলায় জেলায় সহিংসতার ঘটনা ঘটেই চলেছে। তাতে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। এ ছাড়াও বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে।

মমতাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তা : শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তা পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রণালয় একটি চিঠি দিয়ে জানতে চেয়েছে, নির্বাচনী সহিংসতা ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তা কেন জানানো হয়নি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অজয় ভাল্লা বলেন, ‘ফল প্রকাশের পরদিন যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, তার বিস্তারিত জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু আমি আপনাকে (মমতা) স্মরণ করিয়ে দিচ্ছি, কোনো প্রতিবেদন জমা দেওয়া হয়নি। এই প্রতিবেদন চেয়ে দ্বিতীয় যে চিঠিটি দেওয়া হয়েছে, তার উত্তর না দিলে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া হবে।’

সর্বশেষ খবর