শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা

কাতারের অর্থমন্ত্রী গ্রেফতার

কাতারের অর্থমন্ত্রী গ্রেফতার

ক্ষমতার অপব্যবহারসহ অন্যান্য অপরাধের দায়ে কাতারের অর্থমন্ত্রী আলী শরিফ আল-এমাদিকে গ্রেফতার করা হয়েছে।   অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও সরকারি খাতে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য কাতারের অর্থমন্ত্রী আলি শেরিফ আল-এমাদিকে গ্রেফতার করা হয়েছে। এমাদি ২০১৩ সাল থেকে উপসাগরীয় ধনী  দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তিনি কাতার ইনভেস্টমেন্ট অথরিটির শক্তিশালী ৩০ হাজার কোটি ডলারের সার্বভৌম তহবিলের বোর্ডের দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে আগে থেকেই অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার নিয়ে বিভিন্ন প্রশ্ন ছিল।

পরে অভিযোগ পর্যালোচনার পর তার বিরুদ্ধে গতকাল ব্যবস্থা গ্রহণ করে কাতার সরকার।

সর্বশেষ খবর