শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা

অবশেষে স্পেসএক্স রকেটের সফল উড়ান

ইলন মাস্কের স্পেসএক্সের পরীক্ষা অবশেষে সফল। টেক্সাসের বেস থেকে স্টারশিপের প্রটোটাইপের পরীক্ষা সফল হয়। পরপর চারবার ব্যর্থতার মুখ দেখার পর সাফল্য এলো। চারবারই রকেটে আগুন লেগেছিল। অবশেষে স্টারশিপের স্টেইনলেস স্টিলের রকেট এসএন১৫ গালফ অফ মেক্সিকোর ১০ কিলোমিটার উপরে উঠে তারপর ফিরে এসে ল্যান্ড করে। ছয় মিনিটের এই উড়ান সফল।

তবে ল্যান্ডিংয়ের পর বেস-এ ছোট আগুন ধরেছিল। তবে স্পেসএক্সের ব্যাখ্যা এটা একেবারেই কোনো অস্বাভাবিক বিষয় নয়। মিথেন ফুয়েলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে এটা হতে পারে। ইঞ্জিনিয়াররা বিষয়টি খতিয়ে দেখছেন। তবে আগুন সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয়। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক টুইট করে বলেছেন, স্টারশিপের ল্যান্ডিং স্বাভাবিক ছিল। গত মাসে নাসা স্পেসএক্সের সঙ্গে ৩০০ কোটি ডলারের চুক্তি করেছে। তারা স্পেসএক্সের স্টারশিপ করে চাঁদে মহাকাশচারীদের পাঠাবে।

সর্বশেষ খবর