রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

জুলুদের নতুন রাজা মিসিজুলু

জুলুদের নতুন রাজা মিসিজুলু

মৃত রানীর ইচ্ছানুযায়ী তার ছেলে মিসিজুলুকেই দক্ষিণ আফ্রিকার জুলু জাতিগোষ্ঠীর পরবর্তী রাজা হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিংহাসনের উত্তরাধিকারী নিয়ে রাজপরিবারের ভিতর চলা দ্ধন্ধের মধ্যে শুক্রবার জুলু জাতির পরবর্তী শাসক হিসেবে প্রয়াত রাজা গুডউইল জোয়েলিথিনির বড় ছেলে, ৪৬ বছর বয়সী মিসিজুলুর নাম ঘোষিত হয়। গত সপ্তাহে অপ্রত্যাশিতভাবে মারা যাওয়া রানী মন্টফোমবি দামিনির উইলেও (ইচ্ছাপত্র) পরবর্তী শাসক হিসেবে ছেলের নামই ছিল। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় কোয়াখাঙ্গেলামানকেঙ্গানে প্রাসাদে উইলটি পড়ার সময় নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। রাজপরিবারের বেশ ক’জন সদস্য উইল নিয়ে তাদের আপত্তি জানান। দক্ষিণ আফ্রিকার সানডে টাইমস জানিয়েছে, মৃত রানীর উইল পড়ার পর মিসিজুলুর ভাই প্রিন্স থোকোজানি সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মিসিজুলুর নাম ঘোষণার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। পরে অন্য আত্মীয়স্বজনরা তাকে ধমক দিয়ে থামিয়ে দেন। এর আগে ছোটখাট এক অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাতাল প্রদেশে রানি মন্টফোমবিকে সমাহিত করা হয়। এ বছরের মার্চে স্বামী জোয়েলিথিনির মৃত্যুর পর জুলুদের অন্তর্র্বর্তীকালীন শাসক মনোনীত হয়েছিলেন তিনি।

সর্বশেষ খবর