সোমবার, ১০ মে, ২০২১ ০০:০০ টা

করোনা শনাক্ত ১৫ কোটি ৮৩ লাখ ছাড়াল, মৃত্যু প্রায় ৩৩ লাখ

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছায় ১৫ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ৬৯৫ জনে। মৃতের সংখ্যা পৌঁছায় ৩২ লাখ ৯৮ হাজার ১৮৭ জনে। করোনাভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। গত শনিবার পর্যন্ত সেখানে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৫৮১। মৃত্যুর সংখ্যা ছিল ৫ লাখ ৯৫ হাজার ৫৮৮। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এ দিন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ২২ লাখ ৯৫ হাজার ৯১১। এর মধ্যে ২ লাখ ৪২ হাজার ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫১ লাখ ৫০ হাজার ৬২৮। এর মধ্যে ৪ লাখ ২১ হাজার ৪৮৪ জনের মৃত্যু হয়েছে। ভারতে আবার ৪ লাখের বেশি শনাক্ত : ভারতে গত শনিবারও এক দিনে ৪ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিনও দেশটিতে ৪ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। গতকাল এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিবিসি বলছে, বিশ্বে বর্তমানে করোনার সংক্রমণের কেন্দ্র ভারত।

সর্বশেষ খবর